স্টাফ রিপোর্টার :
জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের গোয়ালচামটের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে।
জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো: নাছিরের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক। ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া , ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি জুবায়ের জাকির, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্ল্যা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাতসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়, এবং সিকাগো শহরে নিহত শ্রমিকদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক নেতাদের দাবী, এই শ্রমিক সংগঠনটির এর আগে কখনো এ ধরণের আয়োজন করতে সক্ষম হয়নি, তাই উপস্থিত শ্রমিকরা বর্তমান কমিটির আহ্বায়কের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।