1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় ৩ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০০ জন পঠিত
ভাঙ্গায় ৩ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ
ভাঙ্গায় ৩ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় স্কুল ছাত্র রিফাত শেখ (১২) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। রিফাত শেখ গত শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) দুপুর ১২ টার দিকে ভাঙ্গা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি। রিফাত ভাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা মহল্লার বাসিন্দা শেখ সিরাজুল ইসলামের ছেলে। চার ভাই-বোনের মধ্যে রিফাত শেখ দ্বিতীয়।

রিফাত শেখ ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। রিফাতের বাবা সিরাজুল ইসলাম পেশায় একজন অটোবাইক চালক। এ ব্যাপারে রিফাতের বাবা শেখ সিরাজুল ইসলাম ভাঙ্গা থানায় গত রবিবার (১৮ ফেব্রæয়ারি) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলে রিফাত শেখ গত শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) দুপুর ১২ টার দিকে ভাঙ্গা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি।

আত্মীয় স্বজনসহ কোথাও তাকে খুঁজে পাওয়া যায় নি। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে আমরা দারুন উৎকন্ঠার মধ্যে রয়েছি। ছেলের চিন্তায় ওই মা মেরিনা আক্তার শয্যাশায়ী হয়ে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। নিখোঁজ রিফাতের ছবি সম্বলিত বার্তা বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION