1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ইশতিয়াক আরিফকে নিয়ে নিক্সনের মন্তব্য : জেলা আওয়ামী লীগের প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৮৯ জন পঠিত
ইশতিয়াক আরিফকে নিয়ে নিক্সনের মন্তব্য : জেলা আওয়ামী লীগের প্রতিবাদ
ইশতিয়াক আরিফকে নিয়ে নিক্সনের মন্তব্য : জেলা আওয়ামী লীগের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : নিক্সন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস এম নুরুন্নবী এবং তাঁর পুত্র জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফকে নিয়ে গত ২৭ মে একটি ইলেক্ট্রনিক্স মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্যাডে আজ মঙ্গলবার ‘তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ২৭ মে সোমবার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে ফরিদপুর-৪ আসনের সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রয়াত জননেতা এস এম নুরুন্নবী সাহেব এবং তাঁর সুযোগ্য পুত্র সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফকে নিয়ে যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ বিস্মিত ও মর্মাহত।

ওই প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, বারংবার পুনরাবৃত্তি করা এ ধরনের ঘৃণ্য বক্তব্য উস্কানি এবং আওয়ামী লীগের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার প্রয়াস বলেই প্রতীয়মান। প্রতিবাদের শেষ অংশে ‘সঙ্গত কারণেই ফরিদপুর জেলা আওয়ামী লীগ এহেন অশ্লীল বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানায় এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়।’

গত ২৭ মে যমুনা টেলিভিশনের ফেসবুক পাতায় প্রচারিত এক সাক্ষাৎকারে নিক্সন আরিফকে নেশাগ্রস্ত লোক হিসেবে আখ্যায়িত করে বলেন, আমার আসলে ওনাকে নিয়ে কথা বলতে ঘৃণা হয়। ‘উনি একজন নেশাগ্রস্ত লোক’। আরিফ আজকে (সোমবার) আমাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে যে মন্তব্য করেছেন জনপ্রতিনিধিদের নিয়ে এরকম মন্তব্য করা কোন সুস্থ লোকের কাজ না। এই আরিফ সাহেবের বাবা এক সময় নির্বাচন করেছেন ভাঙ্গায়। তখন ১৯০০ ভোট পেয়ে ওনার জামানত চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION