ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীর লোহারটেক ও মৌলভীরচর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি আড়াঁআড়িঁ বাধঁ উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২২মে) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উক্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়, ১টি ভেসাল জাল, ৫টি চায়না দুয়ারীসহ ১টি ভেজাল স্থাপনা উচ্ছেদ করা হয় এবং উক্ত জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম.মাহমুদুল হাসান এর নেতৃত্ব অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার এ.এস.আই মো. আকরাম ও সঙ্গীয় কনস্টেবলসহ মৎস্য দপ্তরের ক্ষেত্র-সহকারী মো. শামিম আরেফিন। মো.মনির হোসেন পিন্টু
Leave a Reply