1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৬ জন পঠিত
ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সবুজ দাস : ফরিদপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে (২৭ ফেব্রæয়ারি) রবিবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালী বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম এর সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, সহ-সভাপতি আঞ্জুমান আরা, সবিতা বৈরাগী, লুৎফর নাহার কাকলি, আফরোজা সুলতানা টুটু, সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার ইভা, মাসুমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেনা খানম, শিখা দত্ত প্রমূখ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন একমাত্র আওয়ামী লীগ সরকারই পারে দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে। তবে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করাসহ দেশে অরজকতা সৃষ্টির লক্ষে বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্র করে চলেছে। এসব অপশক্তি কারিদের দমন করা সহ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধরনের উন্নয়ন মুলক কাজে কাঁধে কাধ মিলিয়ে অংশ নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। একই সাথে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি পালন করার জন্য সকল নেতা কর্মিকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানানো হয়।

দুপুর ১ টার দিকে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের নিউ মার্কেট সংলগ্ন বেইলি ব্রিজে অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদর হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৬৯ সালে ২৭ ফেব্রæয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION