মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে পূর্ব শত্রæতা ও এলাকার আধিপত্য নিয়ে পরিকল্পিতভাবে ২ যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছে সঙ্গীয় আরেক যুবক । বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে এলাকার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পতে ৩ আরোহীর ওপর অতর্কিত হামলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল জান্দি গ্রামের সোলেমান শরীফ এবং একই গ্রামের কামরুল মাতুব্বর। এ ঘটনায় আহত হয়েছেন আমিনুল মাতুব্বর। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা এবং প্রত্যক্ষদর্শী জানান, বৃহ¯পতিবার রাতে পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জানদির উদ্দেশ্যে রওনা দিলে বাজার পার হওয়া মাত্রই সেখানে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়।
এসময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যান। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পথে কামরুল মাতুব্বরকে মারা যায়। খবর পেয়ে ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) ফাহমিদা কাদের চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।