সবুজ দাস : ফরিদপুরে বিশ^ পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন রবিবার সকাল ০৯:৩০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটির শুভ উদ্বোধন করেন। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, জেলা সদরে অবস্থিত সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, স্কাউটস এবং এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। র্যালিতে ফেস্টুন, ব্যানার, বেলুন, পরিবেশ বিষয়ক ¯েøাগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
পরে বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ। আলোচনা সভা শেষে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় তথ্য অফিস, ফরিদপুরের সহায়তায় ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে ডকুমেন্টরি/তথ্যচিত্র প্রদর্শন করা হবে বলে সুত্রে জানা গেছে।