স্টাফ রিপোর্টার :
অপরাধিকে সাঁজা দিয়েই আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। সকলকে আইন মানতে হবে অন্যথায় বিচারের মুখোমুখি হতে হবে। বিচার বিভাগের মুল কাজ ন্যায় বিচার নিশ্চিত করা। বিচারক ও আইনজীবিদের সম্মিলিতভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
রোববার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, ফরিদপুর এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিচার কাজ যখন থমকে গিয়ে ছিলো তখন ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্জ চালিয়ে নেয়া হয়েছে। এসময় ৫০ হাজার বেল পিটিশন শুনানী হয়েছে।
জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সূধী সমাবেশে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুর হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।
http://www.youtube.com/watch?v=0PKo1xablZ8
উল্লেখ্য, ৫৪ কোটি ২৯ রাখ ৪৬ হাজার টাকা প্রাক্কলিত ব্যায় ধরে আদালত চত্বরে ১২ তলা ফাউন্ডেশনের ভবনটির আট তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। #