1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বোয়ালমারী মুসলিম কালেকশনে পণ্যের দাম দ্বিগুণ : ক্রেতার সাথে দূর্ব্যবহার
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারী মুসলিম কালেকশনে পণ্যের দাম দ্বিগুণ : ক্রেতার সাথে দূর্ব্যবহার

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৫৬ জন পঠিত
বোয়ালমারী মুসলিম কালেকশনে পণ্যের দাম দ্বিগুণ : ক্রেতার সাথে দূর্ব্যবহার
বোয়ালমারী মুসলিম কালেকশনে পণ্যের দাম দ্বিগুণ : ক্রেতার সাথে দূর্ব্যবহার

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সদর বাজারে রাজপ্লাজা কমপ্লেক্সে মুসলিম কালেকশন বি-১, বি-২ মার্কেটে পণ্যের দ্বিগুন দাম ও ক্রেতাদের সাথে দূর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর বারোটায় রাজপ্লাজার মুসলিম কালেকশনে ঈদের মার্কেট করতে আসা দুজন ছাত্রী ক্রেতার সাথে খারাপ ব্যবহার করেছে। ওই ছাত্রীদের মধ্যে একজন দশম শ্রেণীর ছাত্রী অপর জন ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওই দুই ছাত্রী অভিযোগ করে বলেন, ঈদুল ফিতরের শপিং করতে মুসলিম কালেকশনে গিয়ে একটি থ্রি-পিচের দাম শুনলে দোকানদার ২৬শ টাকা দাম হাকান, পরে ওই ছাত্রীরা ১৫শ টাকা দাম বললে দোকানদার থ্রি-পিচ প্যাকেট করে দেন।পরে থ্রি-পিচটা হাতে নিয়ে দেখতে পান স্যালোয়ারের কাপড় একেবারে নিন্মমানের। তখন ওই ছাত্রীরা থ্রি-পিচ নিতে অস্বীকৃতি জানালে, ওই দোকানের তাকওয়া নামের এক কর্মচারী ওই ছাত্রী ক্রেতাদের মুখে কাপড় ছুঁড়ে মেরে বলেন, দাম যেহেতু বলেছেন সেহেতু ওই পণ্য আপনাদের নিতে হবে! অনেক্ষন এ নিয়ে ওই ছাত্রী ক্রেতাদের সাথে তর্কাতর্কি করে পণ্য নিতে হুমকি ধামকি দিয়ে, পণ্য না নিয়ে ওই কর্মচারী তাদের দোকান থেকে সড়তে পর্যন্ত দিতে চাননা।

পরে ওই ছাত্রীরা তাদের অভিভাবককে ফোন দিয়ে দোকানের সামনে থেকে সরে আসেন। এনিয়ে ওই ছাত্রীর অভিভাবক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দোকানের কর্মচারীর সাথে ফোনে কথা বললে আমার সাথেও খারাপ আচরণ করেন। আর ওই সমস্থ দোকান গুলোতে পণ্যের কোন সঠিক মূল্য দেয়া নেই। ক্রেতার বেশ ভূষা দেখে পণ্যের দাম ইচ্ছামত হাকান। পরে ক্রেতা যবুথবু হয়ে দাম বলতে ভয় পান। দাম না বলে আসলে তারা ক্রেতাদের বেশি কথা বলেন। তাই আমি একজন অভিভাবক হয়ে বলতে চাই প্রশাসনের দোকান গুলো সুন্দর ভাবে মনিটরিং করে পণ্যের মূল্যে নির্ধারণ করার দাবি জানাই।

এ বিষয়ে মুসলিম কালেকশনের প্রোপাইটর মো. আবু বকর সিদ্দিক শায়েস্তা বলেন, আমি দোকানে ছিলাম না। তবে শুনেছি এক মেয়ে কাস্টমারের সাথে ভেজাল হয়েছে। রাজপ্লাজার মালিক বিপ্লব সাহা বলেন, থ্রি- পিচ কিনতে আসা দু’ জন ক্রেতার সাথে মনমালিন্য হয়েছে। এর বেশি আমার জানা নাই। তবে দ১োকান মালিককে ডেকে শোনা হবে। মূলত কি ঘটেছিল। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, ক্রেতার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। তবে আমরা দু এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করবো। পণ্যের ন্যায্য মূল্যের বেশি দাম রাখা যাবেনা, এবং ক্রেতাদের সাথে বালো ব্যবহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION