মো, মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
ফরিদপুরের চরভদ্রাসনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে।শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর উপস্থিতে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।জানা যায়, উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শুক্রবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তী করেন।শনিবার বেলা ১১ টার দিকে ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও উক্ত প্রতিষ্ঠানের চলমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই মৃত্যুতে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শোক জানিয়েছেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমমৃীতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply