স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস অগুনে পোড়ানোর ঘটনা রহস্য খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত করে রির্পোট প্রদান করতে বলা হয়েছে।
এদিকে এর আগে গত শনিবার রাতে কোতয়ালী থানার পরিদর্শক মোঃ আব্দুল গাফফার বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামরা দায়ের করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত একটার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে ওই মামলায় আদালতের জব্দকৃত ২২ টি বাসের মধ্যে ১২টি বাস আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। #
তিনি বলেন, চারটি ঘটনাকে সামনে নিয়ে আমরা তদন্ত কাজ করছি। বিষয় গুলো হলো ব্যাংক এর লোন থেকে বাচঁতে, বীমা থেকে টাকা পাওয়া, গাড়ী পুড়ায়ে ফেললে মামলা দূর্বল হবে, যারা তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা এই কাজ করতে পারে নাশকতার জন্য। আশা করি দ্রুত সময়ে মূল ঘটনা তুলে ধরতে পারবো। #