ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ২০২১-২২ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এক উদ্বুদ্বকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যচাষী, মৎস্যজীবি, কর্মকর্তা ,জনপ্রতিনিধি,আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষনে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে বক্তব্য দেন। তারা জলবায়ূর পরিবর্তন,দুষন,জলাশয় ধ্বংশ রোধ করে দেশীয় প্রজাতির মাছ,শামুক সহ জলজ প্রানী রক্ষার জন্য সকলের সচেতনতার উপর জোর দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক জিল্লুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল ইসলাম,প্রকল্প পরিচালক গোপালগঞ্জ এস.এম আশিকুর রহমান,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা, তৌহিদুর রহমান বুলবুলসহ বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন,বিভিন্ন প্রতিবন্ধকতায় আজ জলাশয় হারিয়ে যাচ্ছে সেই সাথে হারাচ্ছে দেশীয় প্রজাতির মাছ,শামুক। মৎস্য সম্পদ এবং শামুক অনেকটা বিলুপ্ত হওয়ায় আমিষের ঘাটতি সহ প্রানীজ খাদ্যে অনেকটাই সংকট দেখা দিয়েছে। এ সংকট দূরীকরনে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। বিশেষ করে মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি শামুক সংরক্ষনে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া এলাকার চাষীদের মুক্তা চাষের উপর প্রশিক্ষণ সহ অচিরেই ব্যবস্থা নেয়া হচ্ছে।