1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৮ জন পঠিত
ফরিদপুরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
ফরিদপুরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

সবুজ দাস : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক আর্থিক সহায়তায় পিএসসি, জেএসসি এবং এইচএসসি ক্যাটাগরীর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ফরিদপুর জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে (২৮ ফেব্রæয়ায়ারি) সোমবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুর মোট ৪ টি জেলার ২৩ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে ৩ লাখ ৫৯ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় (সার্বিক) এ সব শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন। এ সময় পিএসসি ক্যাটাগরীর প্রতি শিক্ষার্থীকে ১৪ হাজার টাকা, জেএসসি ক্যাটাগরীর প্রতি শিক্ষার্থীকে ২০ হাজার ৫ শত টাকা এবং এইচ এস সি ক্যাটাগরীর প্রতি শিক্ষার্থীকে ৩৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম বলেন, প্রবাসী কর্মীরা নিজের পরিবার ছেড়ে দুরদেশে গিয়ে অর্থ উপার্জন করছেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ আর্থিক জিডিপির হার ক্রমান্বয়েই বেড়ে চলেছে।

একই সাথে রেমিট্যান্স এর পরিমানও দিন দিন বাড়ছে। তবে এসব প্রবাসীদের সন্তানেরা যাতে তাদের উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি না হয়, তাই শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এই শিক্ষাবৃত্তি তাদের সন্তানদের লেখাপড়ার গতি অনেকগুন বাড়াবে বলে তিনি প্রত্যাশা করেন। এ সময় ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাবৃন্দসহ ৪ টি জেলার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION