1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মন্ডলকে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯৭ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মন্ডলকে সংবর্ধনা প্রদান করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়। শনিবার (২৬ ফেব্রæয়ারি) সকালে বিদ্যালয় প্রঙ্গণে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হযরত আলী প্রমূখ। সঞ্চালনা করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরুন কুমার সাহা। অনুষ্ঠানে ড. মো. আবদুস সাত্তার মন্ডলকে সম্মাননা পদক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২২ সালে ড. মো. আবদুস সাত্তার মন্ডলকে একুশে পদক প্রদান করা হয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। কর্মজীবনে তিনি কৃষি বিদ্যালয়ে অধ্যাপনা ও পরে উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION