1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আফজাল মন্ডলের হাটের গরুর হাট যথাস্থানে রাখার দাবী

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১৩৩২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাঁটের গরুর হাট সরিয়ে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের জায়গায় না নিয়ে যথাস্থানে রাখার দাবী স্থানীয়দের। বুধবার ফরিদপুরর জেলা প্রশাসকের নিকট লিখিত দাবী জানানো হয়েছে, যার অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, ডিজিএফআই, এনএসআই ও ফরিদপুর প্রেসক্লাব বরাবর প্রেরণ করা হয়েছে।

ওই দরখাস্তে দাবী করা হয়, পেরিফেরীভুক্ত আফজাল মন্ডলের হাটটি ১৪৬ নং চরমাধবদিয়া মৌজায় ও ১৪৪নং বালুধুম মৌজায় অবস্থিত। ১৪৪নং বালুধুম মৌজায় ৩০৮৭নং দাগে ৭৩.৩২ শতাংশ জমি গোহাটা হিসেবে চিহ্নত করা থাকলেও ব্যাক্তি মালিকানাধীন ১৫৯৪ নং দাগের জমিতে বুঝিয়ে দেয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবী করেন ওই জমির ক্রয় সুত্রে মালিক কুলসুম বেগমের পুত্র মো. শাহিনুর রহমান।

অভিযোগকারী মো. শাহিনুর রহমান জানান, ওই জমির মধ্যে মোট এক বিঘা (৩৩শতাংশ) জমিতে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। যেখানে সম্পুর্ণ অনিয়মতান্ত্রিকভাবে গোহাটা হিসেবে ব্যাবহারের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ এর পবিত্রতা রক্ষায় গোহাটের চিহ্নিত স্থানেই গোহাটা রাখার দাবী জানান জেলা প্রশাসকের নিকট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION