মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মালীগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সদস্যদের সাথে সুধী সমাজ,গন্যমান্য ব্যাক্তিদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা শেষে নব নির্বাচিত কমিটির সদস্য, সভাপতি এবং প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর রহমান শাহিন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী,শাহজাহান হাওলাদার,ম্যানেজিং কমিটির সদস্য দবির খালাসী, হেপি আক্তার আসাদুজ্জামান,মাসুদ আহমেদ প্রমুখ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন নব নির্বাচিতদের বিদ্যালয়ের উন্নয়নসহ শিক্ষার পরিবেশ উন্নত করার আহবান জানান। নব নির্বাচিত সদস্যরা ও সভাপতি জবাবে শিক্ষার উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি দেন।