এস এম রুবেল বোয়ালমারী ব্যুরো :
আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কতৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে চৌরাস্তা, ওয়াবদা মোড়, কৃষি ব্যাংক, ডাকবাংলো রোডসহ পৌর শহর প্রদক্ষিণ করে। পরে থানা রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জমায়েত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক শাহ জাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জান মিন্টু, পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। এসয় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক চতুুল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা, রায়হান রকি, সদর ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগের সভাপতি আব্দুল হক শেখসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।