মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুর জেলা পুলিশের তত্ত¡াবধানে সদরপুর থানার আয়োজনে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়। মাদক, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি ইভটিজিংসহ নানা অপরাধ দমনে উপজেলার গুরুত্বপূর্ন স্থানে মোট ১৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সোমবার দুপুরে থানা চত্ত¡রে জেলা পুুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসসের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ সময় অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সদরপুর সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহামন, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উক্ত অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতি এগিয়ে চলছে ও উন্নয়ন অব্যাহত রয়েছে। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, প্রায় ১৮শত কোটি টাকা ব্যায়ে গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়কের কাজ শীঘ্রই শুরু হবে। সদরপুর উপজেলার উন্নয়নের জন্য ৩২ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আমি গর্ভিত সদরপুরের জনগণ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করেছে। আমি সদরপুর বাসি ও ফরিদপুর-৪ আসনের জনগণের উন্নয়ন করে যাব। সদরপুরে শেখ রাসেল ষ্টেডিয়াম নির্মানের কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
Leave a Reply