সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে গত বুধবার ঘাতকের হাতে নৃশংসভাবে নিহত হওয়া ঢেউখালীর ইউ.পি চেয়ারম্যানের শিশু পুত্র রাফসানের জানাজায় মানুষের ঢল নেমেছিল। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ এর সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন , আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন ও গন্যমান্য হাজার হাজার ব্যক্তিবর্গ। দুপুরে রাফসানের লাশ মেডিক্যাল পরীক্ষার পর সদরপুর পৌছিলে এক স্বজনদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়।
গ্রাম্য শালিসকে কেন্দ্র করে গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতীর সদরপুরের বাসা বাড়িতে ঢুকে তার স্ত্রী সন্তানকে কুপিয়ে আহত করে এরশাদ মোল্লা নামের এক ঘাতক। সদরপুর হাসপাতালে নেয়ার পথেই রাফসান বয়াতী (১০) এর মৃত্যু হয়। আহত স্ত্রী রত্না (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে রাফসান হত্যার ঘাতক এরশাদ মোল্যা গত বুধবার সন্ধায় ৭টায় উপজেলার আটরশি টিএনটি টাউর থেকে লাফ দিয়ে আত্নহত্যা করে।
Leave a Reply