হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (৭ ফেব্রুয়ারী) ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মালিখালী গ্রাম থেকে ৪০ গ্রাম গাঁজাসহ সেলিম শেখ নামের একজনকে গ্রেফতার করেন। সেলিম শেখ মালিখালী গ্রামের চাঁন শেখের ছেলে।
এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ৩। এদিকে অভিযান চালিয়ে উপজেলার চরঘোষপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আবু জালালকে গ্রেফতার করেন। ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে কাটাগড় গ্রামের ফরিদ মোল্যা, সহস্রাইল গ্রামের সৈয়দ রতন আলী, রামদেবনগর গ্রামের কামরুল শেখ, ধোপাপাড়া গ্রামের লাইজুর শেখ, জালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমান, ধোপাপাড়া গ্রামের আমিন শেখকে গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, মাদক, ওয়ারেন্টভুক্ত, ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে মোট ৮জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply