স্টাফ রিপোর্টার : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন আজ সন্ধ্যা ছয়টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে চাল,ডাল,তেল সহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম প্রমূখ। এ সময় বক্তারা সম্প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানি গুলোর দাম বাড়ানোর যে প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে তার তীব্র বিরোধীতা করেন। তারা বলেন বর্তমানে নিত্য পণ্যের উর্দ্ধগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবণ মানের উপর বিরুপ প্রভাব পড়ছে সেই দিকে বর্তমান সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।তাদেরই নিয়োগ করা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে জিনিসপত্রের অযৌক্তিক দাম বাড়িয়ে অতি মুনাফা করছে।
তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান এবং কালোবাজারির কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন এ সরকার ক্ষমতায় আসার পর দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে। এখন আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবার নতুন করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারা সৃষ্টি হয়েছে । এর ফলে সাধারণ মানুষের জীবন ধারণ করতে নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই কোন না কোন দ্রব্যের দাম বাড়ছে আর এ ব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। তারা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের নিকট দাবী জানান।
Leave a Reply