মানিক দাস :
শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে পলাতক জুনিয়ার একাদশ ১-০ গোলে ডেবিল ভ্যাম্পায়ার একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ত্রিদিব। দিনের দ্বিতীয় ম্যাচে পলাতক বয়েজ একাদশ ৩-০গোলে এনাম সৈনিক দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ফারুক মামুন ও হৃদয়। বিজয়ী দলের ছবি।
Leave a Reply