স্টাফ রিপোর্টার :
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যার শিকার সকল শহীদ ও তাদের পরিবারকে রাষ্ট্রিয়ভাবে শহীদ পরিবারের মর্যাদা দেয়ার দাবীতে গন সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেনী পেমার মানুষ।
বুধবার বিকালে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান বাবু বাড়িতে শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার সহস্রাধিক শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা অংশ নেন।
শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি বৃহত্তর ফরিদপুর এর সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে গন সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মানিক মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দিব্যেন্দু দ্বীপ।
ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক উজ্জ্বল সরকার লোটনের সার্বিত তত্বাবধানে ও সভা পরিচালনা করেন শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি বৃহত্তর ফরিদপুর কমিটির সদস্য সচিব উৎপল সরকার সাগরের পরিচালনায় গণহথ্যার শিকার পরিবারের সদস্যদের পরিবারের সদস্যরা সেদিনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।
এসময় বক্তারা, মুক্তিযুদ্ধে এসব পরিবারের অবদানের কথা বিবেচনা করে গণহত্যার শিকারদের শহীদ ও তাদের পরিবারকে শহীদ পরিবারের মর্যাদা দেয়ার দাবী জানান। #
Leave a Reply