মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল(শনিবার)বিকেলে ভাঙ্গা বাজার ফুড চাইনীজ রেষ্টুরেন্টে উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা।
ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.ও.এ ওয়াদুদ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি মুন্সী, জেলা ছাত্রদলের সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তৈমুর লং, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মির্জা ইমরান,জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রনেতা কুতুব উদ্দিন স্মরন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সজল তালুকদার,শরীফ সোহান,সোহাগ সরদার,ইবাদত হোসেন ছাত্রদলসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ ও সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Leave a Reply