মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিেেসবে ১,শ ৬৩টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী হস্তান্তর কার্যক্রম উপলক্ষে উপজেলার পূর্ব সদরদী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ ঘরগুলো হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড সহ পদস্থ কর্মকর্তা ,রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ।
এ সময় বেশ কয়েকটি পরিবারকে উপার্জনের জন্য নানা উপকরনসামগ্রী বিতরণ করা হয়। এ সময় জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার স্বরূপ ভ‚মি ও গৃহহীন মোট ৭শ ৭২ টি পরিবারকে জমিসহ নতুন ঘর হন্তান্তরের মাধ্যমে ভাঙ্গা উপজেলাকে ভ’মিহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হয়।
Leave a Reply