মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্স এর ৫০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। হাসপাতাল চত্বরে উপজেলা -স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং ডাক্তার শারমিন জাহান সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার হিসেবে হাসপাতালটিকে ১০০ শয্যায় রুপান্তরিত করা হবে।
তিনি আরও বলেন,হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির করোনাকালীন সময়ে অকøান্ত পরিশ্রম করে হাসপাতালটিকে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,স্বাস্ব্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌলী গোলাম মাহাবুব, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান,নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুলু আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া,থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,সংশ্ষ্টি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
Leave a Reply