বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন কুমার নদে বৃহস্পতিবার বিকেলে এক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। মেলা কমিটির আহবায়ক গাজী আনিসুজ্জামান রনির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ¯্রাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ই¯্রাফিল মোল্যা প্রমুখ। প্রতিযোগিতায় তামারহাজীর বাকু শেখের নৌকা প্রথম, একই গ্রামের বুলবুল শিকদারের নৌকা দ্বিতীয় এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আড়পাড়ার উসমান মোল্যার নৌকা তৃতীয় স্থান অধিকার করে। পুরষ্কার হিসেবে ফ্রিজ, টেলিভিশন, রাইচ কুকার দেওয়া হয়। নৌকা বাইচ দেখতে কুমার নদের দু’পাড়ে মানুষের ঢল নামে।
Leave a Reply