স্টাফ রিপোর্টার : নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর বেসরকারি মালিকানায় চলে আসা চারটি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন ফরিদপুর স্বাস্থ্য বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে শুরু করে ঢাকা-বরিশাল মহা সড়ক ধরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।
ওই চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওই সড়কের দুই পাশে অবস্থিত। যে চারটি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সেগুলি হল, পল্লী বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাফা মক্কা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও শাহ ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এ অভিযানকালে অন্যদের মধ্যে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল-আমীন সরোয়ার, ফরিদপুর জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিষ্ট এনামুল হক মৃধা উপস্থিত ছিলেন। এসব প্রতিষ্ঠানে নানা অনিয়ম থাকায় চারটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়। যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে সে গুলো পরিদর্শন করে দেখা গেছে, তারা কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেনা। হাসপাতাল গুলোতে চিকিৎসক না থাকা, নোংরা পরিবেশ, শয্যা সংখ্যার বিপরীতে চিকিৎসক ও নার্স না থাকা, পুরনো যন্ত্রপাতি সহ নানা অনিয়ম দেখা গেছে। এ কারনে ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়।
Leave a Reply