বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির ঈদগাহ নামক স্থানে শনিবার পিকআপের সাথে সংঘর্ষে আহত মোটরসাইকেল চালক সালমান মোল্যা (২০) রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে চতুল গ্রামের লিটন মোল্যার ছেলে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই দিন সকালে বাড়ি থেকে বোয়ালমারী যাওয়ার সময় বাইখির ঈদগাহর সামনে পিকআপের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়।
এ সময় মোটরসাইকেল চালক সালমান মারাত্বক আহত হয়। মোটরসাইকেল পিকআপের নিচ দিয়ে ভিতরে ঢুকে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকায় পাঠানো হয়। পুলিশ মোটর সাইকেল উদ্ধার ও পিকআপটি জব্দ করেছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply