স্টাফ রিপোর্টার :
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বময় জোরালোভাবে ছড়িয়ে দিতে ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে সাতটি বিদেশী ভাষায় অনুবাদ করে নির্মিত ভিডিও চিত্র “সাত মার্চের ভাষন উপস্থাপন” শিরোনামে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ্পস্থাপন করা হবে বৃহস্পতিবার। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ আনষ্ঠানিকতা উদ্বোধন করার কথা রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার এ উপলক্ষে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জানান, সে লক্ষ্যে ফরিদপুরের শেখ রাসেল ষ্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিণ্ন শ্রেনী পেশার অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন। তিনি জানান, বিদেশী ভাষা গুলো হলো, ইংরেজি, ইস্পানিস, ফ্রেন্চ, জাপানি, চাইনিজ,হিন্দি,আরবি ও মান্দাবী।
তিনি আরো জানান, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম যেমনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হবে তেমনি বিদেশী ভাষায় অনুবাদের কারণে লাখো কোটি ভিনদেশী মানুষ মুক্তিযুদ্ধের ভাবধারাকে আরো সহজে উপলব্দি করতে পারবে। বৃহস্পতিবার বিকাল তিনটায় এ আয়োজন মালা শুরু হয়ে পাচটা পর্যন্ত চলবে বলে জানান তিনি। #
Leave a Reply