স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে হাট কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ গ্রামবাসীর সাথে হাতে হাত রেখে এতে অংশ নেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। মানববন্ধনে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তিতাসের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতুব্বর, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম নুরু প্রমুখ।
মানববন্ধন বক্তারা অভিযোগ করেন, একদল সন্ত্রাসী দলবদ্ধ হয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও ভাংচুর করেছে। তারা এরপর স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও কৃষ্ণপুর বাজারের ১৫ টি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে দুই সহস্রাধিক মানুষ লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করে তারা বলেন, এবারই প্রথম নয়, এর আগেও তিনবার এভাবে তারা হামলা চালায়। তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরকে গ্রেফতার করেছে।
Leave a Reply