স্টাফ রিপোর্টার :
গত কয়েক দিনের টানা শৈত প্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম দূর্ভোগে। ফরিদপুরের আবহাওয়া অধিদপরের তথ্য অনুযায়ী শৈত প্রবাহ চলাকালে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে গিয়েছিলো। এতে প্রচন্ড শীতে অসহায় দিন কাটাচ্ছেন হত দরিদ্র মানুষেরা।
সোমবার বিকালে আব্দুল জব্বার-শামসুন্নহার ফাউন্ডেশনের পক্ষ হতে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজারে শীতার্ত মানুষের হাতে শীত নিবারনে কম্বল তুলে দেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার জাবির শফি দিনার জানান, মাচ্চর ইউনিয়নের হতদরিদ্র ছয়শত মানুষের হাতে কম্বল তুলে দেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। তিনি জানান, এ সংগঠনটির পক্ষ থেকে আরো ২০ হতদরিদ্র পরিবারে গাভী প্রদান ছাড়ার অর্ধশত বয়োবৃদ্ধ মানুষকে বিণামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
এসময় মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস।
প্রধান অতিথির বক্তব্যে শামীম হক বলেন, প্রচন্ড শীতে দরিদ্র মানুষেরা কষ্ট পাচ্ছেন। এসব অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি। #
Leave a Reply