আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন ২৯ ডিসেম্বর ( বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য মতে, আগামী ১ ডিসেম্বর-২০২২ (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়,৩ ডিসেম্বর( শনিবার) মনোনয়নপত্র যাচাই বাছাই,১০ ডিসেম্বর( শনিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ,২৯ ডিসেম্বর ভোট গ্রহন ।
Exif_JPEG_420
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার পৌরসভা মোহাম্মদ হাবিবুর রহমান ও নির্বাচন অফিসার শামীম আহমেদ এবং নির্বাচন অফিসার মধুখালী ও রিটানিং অফিসার (আলফাডাঙ্গা, বুড়াইচ,গোপালপুর ইউনিয়ন পরিষদ) মনজুরুল আলমের হাতে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সকল প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেন ।
পৌর মেয়র পদে ০৫ জন।এরা হলেন,মো. সাইফুর রহমান সাইফার (বাংলাদেশ আওয়ামী লীগ), একেএম আহাদুল হাসান আহাদ (সতন্ত্র),আলী আকসাদ ঝন্টু (সতন্ত্র), মো. মাহাবুব হোসেন (সতন্ত্র),এস এম, হাবিবুর রহমান(সতন্ত্র)। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩৪ জন। আলফাডাঙ্গা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৫ জন।
এরা হলেন সোহরাব হোসেন বুলবুল (বাংলাদেশ আওয়ামীলীগ), মো. ছোবান শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মো. আব্দুর রাজ্জাক (সতন্ত্র), মোহাম্মদ মনিরুজ্জামান (সতন্ত্র), আসিকুর রহমান আসিক (সতন্ত্র)। ইউনিয়নে সংরক্ষিত সদস্য প্রার্থী ০৯ জন এবং সাধারণ ওয়ার্ডে সদ্স্য পদে ৩৩ জন।
Exif_JPEG_420
বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৬ জন।এরা হলেন আব্দুল আলীম খান (বাংলাদেশ আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম (সতন্ত্র), মো. আব্দুল ওহাব পান্নু মিয়া (সতন্ত্র),আহসান উদ্দৌলা রানা (সতন্ত্র), মোকাম্মেল হোসেন টিক্কা (সতন্ত্র) এবং আবু মুসা (সতন্ত্র)।
এ ছাড়া সংরক্ষিত সদস্য ১৪ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য -৩৬ জন। গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৩ জন।
Exif_JPEG_420
এরা হলেন ইনামুল হাসান (বাংলাদেশ আওয়ামীলীগ), মো. সাইফুল খান (সতন্ত্র) এবং রুপালী বেগম (সতন্ত্র)। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে সদস্য-১৩ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য -৩০ জন।
Leave a Reply