ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অধীনে বিনা ধান- ১৭ এর উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলার চন্দ্রপাড়ায় গোবরা খালী পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. হযরত আলী।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ করিম ও কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ আবুল হাসেম, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস, বাপাউবোর জুনিয়র কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ কৃষিবিদ গিয়াস আল হাসান, কৃষিবিদ অধীর কুমার বিশ^াস, সিনিয়র ফ্যাসিলেটর আফরোজা খানম ও কৃষক লুৎফর রহমান এবং মহিউদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিনা- ১৭ ধান খরা সহিষ্ণু, স্বল্প মেয়াদী ও অধিক ফলনশীল। আলোক সংবেদনশীল ও উন্নত গুনাগুন সম্পন্ন আমন ধানের জাতের এ ধান আবাদে কীটনাশক ও সার কম পরিমানে ব্যাবহার করা হয়। ফলে এ ধান আবাদে কৃষক লাভবান হবে।
অনুষ্ঠানে দুই শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন। অনুষ্ঠান স্থলে পাঁচটি পানি ব্যাবস্থাপনা দল প্রদর্শনী প্লটস্থাপন করে, যা দেখে কৃষাণ কৃষানীরা শিক্ষা গ্রহন করেন। #
Leave a Reply