সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
সভায় স্বগত বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের জেলা সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ এবং আইন ও বিস্তারিত আলোচনা করেন উপজেরা ভোক্তা অধিকার সংরক্ষণের সভাপতি আঃ মজিদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সদস্য।
সভা শেষে সদরপুর বাজারে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সাধারণ সভা ও আইন শৃঙ্খনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply