মানিক কুমার দাস :
তিন জেলার পাঁচটি সংগঠনের পাঁচটি নাটক পরিবেশনার মাধ্যমে ফরিদপুরে দুই দিনের নাট্য উৎসব শেষ হলো শনিবার রাতে। ফরিদপুরের শহীদ সুফি নাট্যচক্রের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংগঠনটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শহীদ সুফি নাট্যচক্রের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার প্রথম দিনে ফরিদপুরের শহীদ সুফি নাট্যচক্রের “একজন ফুলীর স্বপ্ন”, বহুরুপী সাংস্কৃতিক সংস্থার “ধলার মোড়” ও মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর “ছহি বড় বাদশহিী কাব্য” মঞ্চস্ত হয়।
শেষ দিনে শনিবার রাতে শাহ্ জাহাঙ্গীরের রচনা ও নির্দেশনায় ফরিদপুরের বৈশাখী নাট্য গোষ্ঠীর “কন্যা জয়া জননী” ও শেখ আব্দুস সবুরের রচনা ও নির্দেশনায় গোপালগঞ্জ থিয়েটারের “নিহত গোলাপ মঞ্চস্ত হয়।
নাটকের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য অনন্ত হিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, বৈশাখী নাট্যগোষ্ঠীর কর্মকর্তা এডভোকেট বশির চৌধুরী, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর আহবায়ক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র কাজী আলী হাসান কল্লোল, শহীদ সুফি নাট্য চক্রের সহ-সভাপতি ডক্টর মাহফুজুর রহমান। #
Leave a Reply