মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ফরিদপুর জেলার সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবী করে প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে সদরপুর প্রেস ক্লাব ভবনে উপজেলা ক্যাবের সভাপতি আঃ মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুল হাই বেপারী, আঃ ওহাব আকন, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন আহমেদ, আঃ লতিফ মিয়া, নগরকান্দা ক্যাবের নির্বাহী সদস্য ডাঃ আব্দুর রাজ্জাক, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাঈদুর রহমান লাবলু, সাংবাদিক হুমায়ন কবির প্রমুখ।
সভায় ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক দাবী করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বক্তারা মামলাটি প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানান।
সভা পরিচালনা করে উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা।
Leave a Reply