স্টাফ রিপোর্টার :
“আমার গ্রাম, আমার শহর ফরিদপুর হবে শিক্ষানগর” এ স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে Virtual School (ভার্চুয়াল স্কুল) এর কার্যক্রম বেগবান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০ ঘটিকার সময় কবি জসিম উদদীন হলরুমে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ভার্চুয়াল স্কুলের কার্যক্রম বেগবান করতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবির, প্রফেসর মোঃ শাহাজাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply