মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : সরকার সয়াবিন তেলের কমানো নতুন দাম নির্ধারন করে দিলেও ফরিদপুরের চরভদ্রাসন বাজারে এখনো পূর্বের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, ২ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৩৭০ টাকা এবং ৫ লিটার বোতলের দাম করা হয় ৯১০ টাকা। কিন্তু চরভদ্রাসন বাজারের চিত্র সম্পূর্ণ উল্টো। সরকার তেলের কমানো নতুন দাম নির্ধারন করে দিলেও ব্যবসায়ীরা এখনো বাজারে পূর্বের বেশি দামেই সয়াবিন তেল বিক্রি করে চলেছে।
গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম পুনর্র্নিধারণ করে সরকার, যা ১৮ জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকেই বাজারে নতুন দামের তেল বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ছয় দিন পার হয়ে গেলেও নতুন দামে সয়াবিন তেল বাজারে খুব একটা মিলছে না। বুধবার (২৭ জুলাই) সরজমিনে চরভদ্রাসন সদর বাজার ঘুরে দেখা যায়, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকা। আর প্লাস্টিকের ১ লিটার সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা করে। এক ক্রেতা বলেন, সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই দোকানিরা বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়।
কিন্তু এখন সরকার তেলের দাম কমানোর ঘোষণার পরেও ব্যবসায়ীরা নানা অজুহাতে বাজারে এখনও পূর্বের দামেই সয়াবিন তেল বিক্রি করে চলেছে। ফরিদপুর জেলা (ক্যাব) এর সভাপতি শেখ ফয়েজ আহম্মেদ জানান, সরকার যেখানে তেলের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করে দিয়েছে। সেখানে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যাক্তিস্বার্থে বেশি দামে তেল বিক্রি করাটা খ্বুই দুঃখজনক।এব্যাপারে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা জানান, বিষয়টি আমি দেখতেছি।
Leave a Reply