মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভ’মিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার স্বরূপ ভ‚মি ও গৃহহীন ৭শ ৭২ টি পরিবারকে জমিসহ নতুন ঘর হন্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন ইতিমধ্যে ৬ শ ১৮ টি ঘর পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই বাকি ১ শ ৬৩টি পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, তাদের জীবন যাত্রার মান বিবেচনায় বিভিন্ন এলাকায় খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ- মন্দির নির্মাণ ও ঋন প্রদান সহ বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন আগামী ২১ জুলাই ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে ভাঙ্গা উপজেলাকে ভ‚মি ও গৃহ হীন মুক্ত ঘোষণা করা হবে। তবে এর পরেও যদি কেউ বাদ পড়ে থাকেন কিংবা নতুন করে আবেদন করে তাহলে তাদের ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply