ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক, ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাঁন মাহবুবুর রহমান (৬৫) আর নেই। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে গত ২৪ আগষ্ট তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার ভাতিজা রাহাত খাঁন জানান, মরহুমের মরদেহ বিকেলের মধ্যে ফরিদপুরে আনা হবে। এরপর গার্ড অব অনার প্রদান শেষে বিকেলেই তার নামাজের জানাজা শেষে আলীপুর গোরস্থানে তাকে দাফন করা হতে পারে। #
Leave a Reply