এস এম রুবেল : ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রেনের ধাক্কা লেগে সম্রাট নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। রোববার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সন্ধ্যাপাড়া বাজারের পাশে রেলক্রোসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্ধাধর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সম্রাট মোল্যা (৩৫)। সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত সম্রাট কাশিয়ানী উপজেলায় রাজমিস্ত্রীর কাজ শেষে নিজের বাই সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে সন্ধ্যাপাড়া রেলক্রোসিংয়ের কাছে আসলে কালুখালী ভাটিয়াপাড়া এক্সপ্রেস লোকাল ট্রেন কালুখালীর দিকে ছেড়ে যাওয়ার সময় ধাক্কা লেগে ঘটনা স্থলে মারা যান।
Leave a Reply