সবুজ দাস :
ফরিদপুরে আন্তঃ জেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।
সোমবার রাতে শহরের গোয়ালচামটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ অডিটোরিয়ামে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জুবায়ের জাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্বাচিত সভাপতি আবদুল মান্নান মানা ও সাধারণ সম্পাদক গোলাম আজাদসহ অন্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়কত গোলাম মো: নাছির প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব ইমান আলী মোল্লা, আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক খাইরুদ্দিন মিরাজ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে পরিবহন শ্রমিকদের সুখে-দুখে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন শ্রমিকরা অনেক আশা করে আপনাদেরকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাই তাদের মূল্যায়ন করতে হবে।
পদ্মা সেতু চালু হলে ফরিদপুরের মানুষের জীবনধারা পাল্টে যাবে, শিল্প প্রতিষ্ঠানে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে উল্লেখ করে তারা বলেন দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ ফয়েজ আহমেদ।
Leave a Reply