মানিক দাস : ফরিদপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। আজ সকাল সাতটা থেকে এ পূজা শুরু হয়েছে। আগামী সোমবার রাতে বিসর্জনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে। হিন্দু শাস্ত্র মতে দুর্গাপূজার অপর নাম হচ্ছে বাসন্তী। আর বসন্তকালে পূজা করা হয় বলে এটা বাসন্তী পূজা নামে পরিচিত।
ফরিদপুর শহরে মাত্র দুটি স্থানে এ বছরেই পূজা অনুষ্ঠিত হচ্ছে একটি ঝিলটুলি সার্বজনীন পূজা কমিটি অপরটি শোভারামপুর। এ ব্যাপারে পূজারী জানান মহামারী করোনা থেকে বাঁচার জন্য এবং পৃথিবীতে যাতে কোন অশান্তি বিভেদ না থাকে সেটা এবার পূজার অন্যতম উদ্দেশ্য। আগামীকাল মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে এবং অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে। তা ছাড়া প্রতিদিনই বিশেষ প্রার্থনা করা হবে।
Leave a Reply