ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের বাকিগঞ্জ মাদ্রাসার পিছনের একটি আম বগান থেকে নিখোঁজ অটোচালক সুজয় বিশ্বাসের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর একটার দিকে তার লাশটি উদ্ধার করে। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার ক্ষুদিরাম বিশ্বাসের পাড়া। সে ওই এলাকার লক্ষন বিশ্বাসের পুত্র।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, স্থানীয় আলম নামে একজন সকালে ঘাস কাটতে এসে তার ক্ষেতে লাশটি দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি বলেন ধারণা করা হচ্ছে নিহত অটোচালককে মেরে গাছের সাথে বেঁধে রেখে তার অটোটি নিয়ে চলে গেছে। তিনি বলেন এ বিষয়ে তদন্ত হচ্ছে আশা করি দ্রুত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
এদিকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #
Leave a Reply