আমীর চারু বাবলু, বোয়ালমারী :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে সরকারের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাইলেন ফরিদপুূর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ১১ জানুয়ারি, সোমবার বিকেল ৪টায় বোয়ালমারী পৌর আ’লীগ বোয়ালমারী অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে পৌর নির্বাচন উপলক্ষে প্রচারণা জনসভার আয়োজন করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাড. মো. লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. অনিমেষ রায়, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি সৈয়দ সোহেল রেজা বিপ্লব, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন প্রমুখ।
জনসভা পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। নির্বাচনী জনসভায় স্থানীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটাদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে সেলিম রেজা লিপনকে আপনাদের কাছে পাঠিয়েছেন। নৌকার জয় মানে-শেখ হাসিনার জয়। তাই আপনারা নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বোয়ালমারী পৌরসভার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন।’
Leave a Reply