1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
জাল ভোটে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

জাল ভোটে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩১০ জন পঠিত
জাল ভোটে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে
জাল ভোটে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোটে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে কেন্দ্রের ভোটগ্রহণের দ্বায়িত্বে কর্মরত কর্মকর্তাদের জন্য সরকারি বরাদ্দের ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ এ কাজটি করেছেন ওই উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মুনসুর আহাম্মেদ। তৃতীয় ধাপের নির্বাচনে গত বুধবার (২৯ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা হাসিব উদ্দিন মৃধা জানান, ভোট গ্রহণের শেষ মুহূর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলী একদল সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে কেন্দ্র দখলের জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করেন।

কেন্দ্রে ঢুকেই তিনি চেয়ারম্যান প্রার্থী কাউসার ভূঁইয়ার দোয়াত-কলম প্রতীকের জন্য ভোট কাটতে চান। এটা করতে না দেওয়ায় ওই ইউপি চেয়ারম্যান আমার উপর চটে গিয়ে আমাকে লাঞ্ছিত করে ভোট কেন্দ্র পরিচালনার জন্য রক্ষিত ৭৩ হাজার টাকা লুট করে নিয়ে যান। অভিযোগ সম্পর্কে জানতে বৃহস্পতিবারন (৩০ মে) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টায় ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদের মুঠোফোনে আটবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহাম্মেদ ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। আওয়ামী লীগে তার কোনও পদ পদবী নেই।

দীর্ঘ ১০ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে দুই বছর আগে এলাকায় এসে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় রাজনীতিতে তিনি ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুর ওরফে নিক্সনের সমর্থক। গত বুধবার ওই ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান নিক্সনের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাউসার ভূইয়ার দোয়াত-কলম প্রতীকের জন্য ভোট কাটতে কেন্দ্রে যান। কাওসার ভূইয়া এই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনে কথা বলেছি।

এব্যাপারে  ওই প্রিসাইডিং কর্মকর্তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ভোটগ্রহণে মত এমন রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে কর্মরত একজন কর্মকর্তার সাথে একজন ইউপি চেয়ারম্যানের এমন আচরণ অগ্রহণযোগ্য। তাছাড়া সরকারি টাকা লুটের বিষয়টিও ইউপি চেয়ারম্যানের সাথে যায় না। এব্যাপারে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে। ওই ইউপি চেয়ারম্যানকে তার অপরাধের মাশুল দিতে হবে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ঘটনাটি আমি ঐদিনই জেনেছি। শুনেছি প্রিসাইডিং কর্মকর্তার সাখে ইউপি চেয়াম্যানের কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়েছে।

তবে এঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ওই ইউপি চেয়ারম্যান দুঃসাহসী কাজ করেছেন। বাংলাদেশের কোথাও উপজেলা নির্বাচন চালাকালীন সময়ে এ ঘটনা ঘটেনি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দিতে বলেছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনায় মামলা করার পাশাপাশি প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন। ওই প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION