স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন রবিবার সারাদিন মুখরিত ছিল খুদে বিতর্কিকদের পদচারণায়। দশম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে যুক্তি আর তর্কের শানিতে লড়াইয়ে মেতে ছিলেন তারা। শহরের স্কুল গুলোকে পরাজিত করে এবার ফরিদপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলার গেরদা ইউনিয়নের আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বক্তা একই স্কুলের ওয়াহিদা খন্দকার। রানার্স আপ হয়েছে আলহাজ্ব এম এ আজিজ হাই স্কুল ।
বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি এই ¯েøাগানকে ধারণ করে দেশের ১০ম বারের মত সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে জেলা পর্যায়ের এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুরের আটটি স্কুলের বিতর্ক দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া অপর দুটি স্কুল হচ্ছে আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় ও নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। বিতর্ক উৎসব শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথীরা। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সভাপতি বৃন্ত দাস বাঁধন ও অমিত ঘোষ, ফরিদপুর ডিবেট ফোরামের সহ সভাপতি অভিষেক শীল ও সাব্বির আহমেদ, অনুষ্ঠান সম্পাদক সালাউদ্দিন খান ও সদস্য নুরুন্নাহার মিম।
Leave a Reply