স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র ভাঙচুর ও পরিষদের আলমারিতে থাকা প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় ইউপি চেয়ারম্যান পরিষদে উপস্থিত ছিলেন না। ওই সময় হামলা থেকে বাঁচতে উদ্যোক্তা ও সচিব পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।
জানা গেছে ইউনিয়নের খালাশিডাঙ্গী গ্রামের এক ব্যক্তি জন্ম নিবন্ধন করতে আসেন। নেট থেকে তার জন্ম নিবন্ধন সনদ বের হওয়ার পর সেটি যথাযথ হয়নি দাবি করে তিনি উদ্যোক্তার সাথে তর্কে লিপ্ত হন। এ সময় সচিব এগিয়ে এলে তাকেও দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান ওই ব্যক্তি। এর মিনিট দশেক পরে ওই ব্যক্তি তার গ্রামের ১০/১৫ জন ব্যক্তি নিয়ে ইউপি ভবনে এলে উদ্যোক্তা এবং সচিবের দিকে তেড়ে গেলে তারা পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢেউখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, দুপুরে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তারা পরিষদের সচিব মোহাম্মদ ইউনুছ আজাদ ও উদ্যোক্তা শরিফুল ইসলামকে মারপিট করার জন্য অফিসে আসেন এসময় সচিব ও উদ্যোক্তা তাদের অবস্থা বুঝতে পেরে জীবন রক্ষার জন্য অফিস থেকে পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র ভাঙচুর করে। এরপর তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply