স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আবু ফকিরের উপস্থিতিতে উশৃঙ্খল কর্মীরা নদী বন্দরের খাজনা ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ অস্বিকার করেছেন ওই আওয়ামীলীগ নেতা। হামলায় আহত দৈনন্দিন হাজিরা ভিত্তিক স্টাফ মানোয়ার মো. মানোয়ার হোসেন দাবী করেন, রোববার দিবাগত রাত আটটার দিকে আবু ফকিরের নেতৃত্বে মিছিল করে এসে খাজনা ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে।
এসময় তাকে (মানোয়ার হোসেন) কিল ঘুষি মেরে আহত করে খাজনা ঘরে রক্ষিত পৌনে দুই লাখ টাকা নিয়ে যায়। বিআইডবিøউটিএ’র শুল্ক প্রহরী মো. আখতারুজ্জামান জানান, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, সকালে উদ্ধতন কর্মকর্তারা এসে ব্যবস্থা গ্রহন করবেন। সংশ্লিষ্ট ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু এ ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবী করেছেন। অপরদিকে হামলায় নাম আসা আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেন আবু ফকির খাজনা ঘরে হামলার অভিযোগ অস্বিকার করেছেন।
তিনি জানান, খাজনা ঘরের পাশ দিয়ে মিছিল নিয়ে আসার সময় মানোয়ার নামের ওই কর্মী কটুক্তি করেন, এতে মিছিলকারীদের কয়েকজন ক্ষুব্দ হয়ে মানোয়ারকে মারধর করে। খাজনা ঘরে হামলা বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি। এদিকে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অফিসার ইনচার্জ এমএ জলিল জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, কোনো ধরণের উত্তেজনা যাতে না বাড়ে সে ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply